Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের সঙ্গে সীমান্ত সিল করবে ভারত

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত-পাকিস্তান সীমান্ত ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ সিল করা হবে বলে জানিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর এ কথা বলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। রাজনাথ সিং গত শুক্রবার বলেন, এই সময় আর বাড়ানো হবে না। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যেই এটা সম্পূর্ণ করা হবে। আমরা অ্যাকশন প্লান নিয়ে কাজ করি। সীমান্ত সমস্যার সমাধানে প্রযুক্তিগত দিকও বিবেচনা করা হচ্ছে। শিগগিরই সীমান্তের নিরাপত্তা বিষয়ক পরিকল্পনা তৈরি হয়ে যাবে। পাকিস্তানের সঙ্গে কাশ্মির সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে দুই দনের সফরে রয়েছেন রাজনাথ সিং। সফরে তিনি সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছেন। ঠার মরুভূমিতে পাকিস্তানের সঙ্গে ভারতের ১ হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে। কর্মকর্তারা মনে করেন, এতো বড় সীমান্ত নজরদারির আওতায় আনা মুশকিল। এ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, গোয়েন্দাগিরি ও চোরাকারবারির মতো ঘটনা সরকারের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার ভারতের গোয়েন্দা সংস্থা রাজস্থান, দিল্লি, পাঞ্জাব, জম্মু-কাশ্মির ও গুজরাটের বিমানবন্দরগুলোতে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কতা জারি করে। এসব রাজ্যের অন্তত ২২টি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, প্রায় ১০০ জঙ্গি নিয়ন্ত্রণ রেখা অতিক্রম ভারতে অনুপ্রবেশ করেছে। বারামুল্লাহ জেলারই উরি সেনাঘাঁটিতে গত ১৮ সেপ্টেম্বর জঙ্গি হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হন। এরপর ২৮ সেপ্টেম্বর দিবাগত রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা জঙ্গি ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে বলে মোদি সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। এনডিটিভি, ইকোনমিক্স টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানের সঙ্গে সীমান্ত সিল করবে ভারত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ