Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবহাওয়া তহবিলের প্রতিশ্রুতিতে বাধ্য করা কঠিন হবে : বরিস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে বলেছেন, ধনী দেশগুলোকে চলতি সপ্তাহে জাতিসংঘ আবহাওয়া তহবিলের প্রতিশ্রুতি পূরণে বাধ্য করা কঠিন হবে। কোপেনহেগেনে ২০০৯ সালের আবহাওয়া সম্মেলনে ধনী দেশগুলো আবহাওয়া পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে ২০২০ সাল থেকে বছরে ১০ হাজার কোটি মার্কিন ডলারের তহবিল যোগানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক সংস্থা বলছে—এ বিষয়ে অগ্রগতি সন্তোষজনক নয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বরিস জনসন রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক গেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, এ সপ্তাহে সবকিছু করতে গেলে চাপ তৈরি হবে। এটি খুবই কঠিন হবে। তবে, লোকজনকেও বুঝতে হবে- বিশ্বের জন্যে এটি খুবই গুরুত্বপূর্ণ। নভেম্বরের সম্মেলন নাগাদ প্রতিশ্রুতির ১০ ভাগের ছয় ভাগ পাওয়া যেতে পারে।’ বরিস জনসন আরও বলেন, ‘চীনের দিক থেকে অগ্রগতির সত্যিকার আভাষ মিলেছে।’ যদিও নভেম্বরে আবহাওয়া বিষয়ক সম্মেলন কপ-২৬-এর সভাপতি অলোক শর্মা রোববার বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করেননি। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবহাওয়া তহবিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ