মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ এশীয় দেশ আফগানিস্তানের শান্তি ও সমৃদ্ধির জন্য পাকিস্তান ভবিষ্যতে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি জার্মানিকে তার সীমানা পেরিয়ে আফগানদের সরিয়ে নিতে সাহায্য করার জন্য ইসলামাবাদকে ধন্যবাদ জানান।
পাকিস্তানে জার্মান রাষ্ট্রদূত বার্নহার্ড শ্লাঘেক শনিবার বলেন যে, প্রতিবেশী আফগানিস্তানের শান্তি ও সমৃদ্ধির ক্ষেত্রে দক্ষিণ এশীয় দেশটি যে গঠনমূলক ভূমিকা পালন করবে সে বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। তিনি বলেন, জার্মানি ‘দোহা প্রক্রিয়ায়’ পাকিস্তানের অংশগ্রহণের প্রশংসা করেছে, যার ফলে তালেবান এবং আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনা হয়েছে।
শ্লাঘেক বলেন, পাকিস্তান সরকার ভূমি সীমান্ত দিয়ে জার্মানিতে আফগানদের সরিয়ে নেয়ার প্রচেষ্টায় খুবই সহায়ক ছিল। এই মাসের শুরুতে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বেশ কয়েকজন সংবাদদাতা এবং তাদের পরিবার পাকিস্তান হয়ে আফগানিস্তান ত্যাগ করতে সক্ষম হয়েছিল। তিনি আরও বলেন, গত মাসে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসের পাকিস্তান সফরে আফগানিস্তান একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল।
পাকিস্তানি সংবাদমাধ্যম উর্দুপয়েন্ট জানিয়েছে, রেডিও পাকিস্তানের জন্য একটি সাক্ষাৎকারে, জার্মান রাষ্ট্রদূত স্বীকার করেছেন যে, আফগানিস্তানের প্রতিবেশীরা তাদের স্বার্থের জন্য আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা কীভাবে নিশ্চিত করবে তা সম্পর্কে তাদের মধ্যে একটি সত্যিকারের বোঝাপড়া আছে। সূত্র: ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।