Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢাকার থাই দূতাবাসে ভিসার আবেদন শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ৪:২১ পিএম

ঢাকায় অবস্থিত থাইল্যান্ডের দূতাবাস বাংলাদেশি নাগরিকদের ভিসার আবেদন গ্রহণ করতে শুরু করেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সোমবার (২০ সেপ্টেম্বর) এই কার্যক্রম শুরু হয়। থাইল্যান্ডের নাগরিক নন, এমন সব ক্যাটাগরি এবং সার্টিফিকেট অব এন্ট্রির (সিওই) ক্ষেত্রে ভিসা প্রদান করা হচ্ছে।

দূতাবাসের পক্ষ থেকে এ সংক্রান্ত এক নোটিশে বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই ভিসার যাবতীয় শর্ত ও বৈধতা পূরণ করতে হবে। বিশেষকরে, যাদেরকে ভিসা দেওয়া হবে, তাদেরকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে। যিনি করোনার টিকা নিয়েছেন, তার ক্ষেত্রেও একই শর্ত।
নোটিশে আরও বলা হয়েছে, ভিসার ক্ষেত্রে থ্যাইল্যান্ডের সরকার যেসব প্রক্রিয়া ও পদক্ষেপ গ্রহণ করবে, সেসব মেনে চলতে হবে ভিসাগ্রহণকারীকে। এছাড়া ফুকেট স্যান্ডবক্স এবং আশপাশে ভ্রমণের অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গৃহীত সকল ব্যবস্থা মেনে চলতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিসা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ