গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রাসহ সেহজাদ নামে এক কেবিন ক্রুকে আটক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় জেদ্দাগামী একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রোববার বিমানবন্দর সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দা ছেড়ে যাওয়ার পূর্ব মুহূর্তে বিমানবন্দর, কাস্টমস ও সিভিল এভিয়েশনের নিরাপত্তা বাহিনী ওই কেবিন ক্রুকে আটক করে। আটকের পর তার পরিবর্তে অন্য একজন কেবিন ক্রুকে জেদ্দাগামী ওই ফ্লাইটে পাঠানো হয়। বিমানবন্দর সূত্র জানিয়েছে, আটক সেহজাদের স্ত্রীও একজন কেবিন ক্রু। এর আগেও তিনি বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রাসহ আটক হয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।