Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বব্যাপী পরিবেশ দিবস পালিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৫ এএম

: শনিবার পালিত হয়ে গেল বিশ্ব পরিচ্ছন্নতা দিবস। এ উপলক্ষে বিশ্বের প্রায় ১৮০টি দেশের বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবক কর্মী ও পরিবেশবাদীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে সমুদ্রসৈকত, পার্ক, রাস্তাঘাট পরিষ্কার করেন। এ সময় তারা পৃথিবীকে বাঁচাতে ও প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরেন। বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় শনিবার আয়োজন করা হয় বিশ্ব পরিচ্ছন্নতা দিবস। এ উপলক্ষে শনিবার ফিলিপিন্স, ইতালি, বসনিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে পালন করা হয়েছে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস-২০২১। দিবসটি উপলক্ষে ফিলিপিন্সের বাতাঙ্গাস প্রদেশের একটি জনপ্রিয় ডাইভিং স্পটে একদল ডুবুরি পরিচ্ছন্নতা অভিযান চালান। পুরানো ডায়াপার, বোতল, মাছ ধরার জাল, প্লাস্টিকের ব্যাগসহ বিভিন্ন আবর্জনা পানির নিচ থেকে সংগ্রহ করেন তারা। এগুলো সামুদ্রিক প্রবালের ওপর আটকে ছিল, যা জলজ প্রাণির বিচরণ ক্ষেত্র নষ্ট করছে। একজন পরিবেশবাদী বলেন, প্রতিটি ডায়াপার বা প্রতিটি প্লাস্টিকের ব্যাগ সরিয়ে নিলে প্রবাল প্রাচীর সংরক্ষণ করা সম্ভব। এটা অনেক ছোট পদক্ষেপ মনে হতে পারে। কিন্তু আমাদের প্রত্যেকের এই ছোট ছোট কাজই সমুদ্রকে বাঁচাতে পারে। বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে ইতালির রাজধানী রোমে অসংখ্য স্বেচ্ছাসেবী একহয়ে সমুদ্রসৈকত, রাস্তাঘাট, নদী এবং বনাঞ্চল পরিষ্কারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করেন। এ সময় তাদের নদীর পাড় থেকে ঘাস ও আবর্জনা পরিষ্কার করতে দেখা যায়। একজন বলেন, প্রকৃতির সৌন্দর্য রক্ষা করা আমাদেরই দায়িত্ব। তাই আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি ঘাস কাটা এবং এই অঞ্চলের সৌন্দর্য ফিরিয়ে আনতে কাজ করতে হবে আমাদেরকেই। এদিকে বসনিয়াতেও একটি অলাভজনক প্রতিষ্ঠানের উদ্যোগে একদল স্বেচ্ছসেবক দল রাজধানী হার্জেগোভিনার পার্ক ও রাস্তাঘাট পরিষ্কার করতে মাঠে নামেন। এ সময় তারা পরিবেশ রক্ষায় বিভিন্ন জনসচেতনতামূলক ক্যাম্পেইন করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ