Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রতিরক্ষা ব্যয় আরও ৯শ’কোটি ডলার বাড়াচ্ছে তাইওয়ান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

আগামী পাঁচ বছরে প্রতিরক্ষা ব্যয় আরও ৯শ’ কোটি ডলার বাড়াচ্ছে তাইওয়ান। এই বিপুল অংকের প্রতিরক্ষা ব্যয় বেইজিংয়ের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিষয়টি নিয়ে আগামীতে আরও পানি ঘোলা হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। বছরের শুরুতেই চীন, তাইওয়ানকে হুঁশিয়ারি দেয়। চীনের হুঁশিয়ারি ছিল- তাইওয়ানকে স্বাধীন করার যে কোনো চেষ্টার অর্থ হবে যুদ্ধ। তাইওয়ানের সামরিক তৎপরতা বাড়ানো ও যুদ্ধবিমান ওড়ানোর পরই আসে এই হুঁশিয়ারি। তবে কোনো কিছুতেই থামতে নারাজ তাইওয়ান। বেইজিংয়ের হুমকি উপেক্ষা করে তারা এবার সামরিক ব্যয় বাড়াচ্ছে।আগামী পাঁচ বছরে প্রতিরক্ষা ব্যয় আরও ৯শ’ কোটি ডলারের প্রস্তাব করেছে তাইওয়ান। স্থানীয় মুদ্রায় যা দাঁড়ায় ২৪০ বিলিয়ন তাইওয়ান ডলার। চীনের ‘কঠিন হুমকি’র মুখে অস্ত্রের উন্নয়ন ঘটানো অতি জরুরি হয়ে পড়ায় বৃহস্পতিবার এই প্রস্তাব করা হয়।২০২২ সালে তাইওয়ানের সামরিক ব্যয়ের পরিকল্পনা রয়েছে প্রায় ৪৭২ বিলিয়ন তাইওয়ান ডলারের। এর অতিরিক্ত হিসেবেই ওই অর্থ ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। তবে এই প্রস্তাব পার্লামেন্টে অনুমোদন পেতে হবে। পার্লামেন্টে প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েন-এর দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় সহজেই এই অনুমোদন পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রীসভার সাপ্তাহিক বৈঠকের পর তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চীন জাতীয় প্রতিরক্ষা বাজেটে বিপুল বিনিয়োগ অব্যাহত রেখেছে। তাদের সামরিক শক্তি দ্রুত বাড়ছে আর তারা সমুদ্র ও আকাশসীমায় হয়রানি করতে তাইওয়ানের কাছে বারবার বিমান ও জাহাজ পাঠাচ্ছে। এর উপযুক্ত জবাব দিতেই প্রস্তুতি নিচ্ছে তাইওয়ান।বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা দেশগুলোর মদদেই এমনটি করছে তাইওয়ান। তারা এখন জোর দিচ্ছে, নিজেদের সমরশক্তি বাড়াতে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাইওয়ান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ