নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংরাদেশ-ইংল্যান্ডের ক্রিকেট লড়াইয়ের ফল এরই মধ্যে যেনে গেছেন। তবে এই দু’দলের আরেকটি লড়াইয়ের অপেক্ষা। ম্যাটে এরই মধ্যে উত্তাপ ছড়িয়েছে বিশ্বকাপ কাবাডি। তবে ভারতের মাটিতে হওয়া এবারের আসরে এখনও লড়াইয়ে নামেনি বাংলাদেশ। আজ ইংল্যান্ডকে দিয়েই ম্যাটের লড়াইয়ে নামবে লাল-সবুজের চাঙ্গা দলটি। ভারতের আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে লড়বেন লাল সবুজের খেলোয়াড়রা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ট্রান্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। স্টার স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। এবারের কাবাডি বিশ্বকাপের অন্যতম আলোচিত বিষয় হলো বেসবল, বাস্কেটবল, অ্যাথলেটিক্সের শীর্ষ নাম আমেরিকা প্রথমবারের মতো খেলছে কাবাডির শীর্ষ আসরে। টুর্নামেন্টে দলের সংখ্যা ১২টি। টুর্নামেন্টের এ-গ্রæপে বাংলাদেশ ছাড়াও রয়েছে চ্যাম্পিয়ন ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও আর্জেন্টিনা। অন্যদিকে বি-গ্রæপে খেলবে রানার্সআপ ইরান, থাইল্যান্ড, জাপান, আমেরিকা, কেনিয়া ও পোল্যান্ড। ভারত থেকে বাংলাদেশ দলের ম্যানেজার নিজামউদ্দিন চৌধুরী পারভেজ জানান, চারটি প্রস্তুতি ম্যাচ খেলে বেশ চাঙ্গা বাংলাদেশ দল। এর মধ্যে ইরান ছাড়া, কেনিয়া, শ্রীলংকা ও থাইল্যান্ডের সঙ্গে জিতেছেন আরদুজ্জামানরা। তাই প্রস্তুতি ভালো হওয়ায় ম্যাটেও ভালো ফল করতে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।