পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে এবার প্রতীকী ক্লাস নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের নিচতলার গ্যালারিতে এই প্রতীকী ক্লাস নেয়া হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ক্লাসের বিষয় ছিলো ‘বাংলাদেশের উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যখাত’।
প্রতীকী ক্লাস শেষে অধ্যাপক আনু মুহাম্মদ সাংবাদিকদের বলেন, ‘অনেক আগেই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া উচিত ছিলো। পৃথিবীর বেশিরভাগ দেশেই খুলে দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খোলার ব্যাপারে অনাগ্রটাই প্রধান, না খুলতে পারলেই তারা যেন বাঁচে এমন অবস্থা।’
এই সময় তিনি সেপ্টেম্বর মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার দাবি জানান।
প্রতীকী ক্লাসে অংশ নেয়া নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অর্ণব সিদ্দিকী বলেন, ‘কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে সুনির্দিষ্ট কোনও পরিকল্পনা এখনও শিক্ষার্থীদের দেখাতে পারেনি। সেই তাগিদ থেকেই আমাদের প্রতিবাদী ক্লাসে অংশ নেওয়া। স্কুল-কলেজ এ মাসেই খুলে দিয়েছে, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার কোনও যৌক্তিকতা নেই।’
এর আগে ২৬ আগস্ট একই দাবিতে দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, ২৯ আগস্ট পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু এবং ১২ সেপ্টেম্বর নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী প্রতীকী ক্লাস নিয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।