পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহসূফী মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেছেন, সরকারের সাথে অন্যদের মতবিরোধ থাকতে পারে। মত ও চিন্তাধারা ভিন্ন হতে পারে। কিন্তু উন্নয়নের প্রশ্নে সরকার ও বিরোধী দল সকলকে এক কাতারে আসতে হবে। বিকল্প নেতৃত্ব গড়ে না উঠায় এখনো শেখ হাসিনার ওপর দেশবাসীর অগাধ আস্থা বলেও মন্তব্য করেন তিনি। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিরোধী মতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা দেখিয়ে সরকারকে টেকসই গণতন্ত্র নিশ্চিত করতে হবে।
সংকুচিত হয়ে পড়া জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দিলে দেশে অসাংবিধানিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে এটা সরকারকে মনে রাখতে হবে। সুশাসন ও ন্যায়বিচারের ওপর অধিক জোর দিতে হবে। সভায় সুপ্রিম পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।