Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোমে ওয়ার্নকে ছাড়িয়ে গেছেন সাকিব

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : এক ভেন্যুতে তিন ফরমেটের ক্রিকেটে রানের সমষ্টিতে সবাইকে ছাড়িয়ে গেছেন সাকিব আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে। মেলবোর্নে অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের ৩৪৬৭ রানের রেকর্ড টপকে যাওয়ার সিরিজে ওয়ানডে ম্যাচে এক ভেন্যুতে উইকেট শিকারের সেঞ্চুরিও করেছেন পূর্ণ। লাকি গ্রাউন্ড শের-ই-বাংলা স্টেডিয়ামে একটার পর একটা রেকর্ডে গতকাল ছাড়িয়ে গেছেন অজি লিজেন্ডারী লেগ স্পিনার শেন ওয়ার্নকে! কিউই লিজেন্ডারী ভেট্টরীকে (১২৯ ম্যাচে ১২৯ উইকেট) টপকে হোমে ওয়ানডে ক্রিকেটে বাঁ হাতি স্পিনারদের মধ্যে শীর্ষে উঠে এসেছেন সাকিব সর্বশেষ ওয়ানডে সিরিজে। গতকাল জেসন রয়কে লং ডাউন দ্য উইকেটে খেলতে প্রলুব্ধ করে লং অফে এই ইংলিশ ওপেনারকে শিকার করে ওয়ানডে ক্যারিয়ারে অজি লিজেন্ডারী লেগ স্পিনার শেন ওয়ার্নের (৮৪ ম্যাচে ১৩৪ উইকেট) হোম রেকর্ডকে গেছেন টপকে। জেসন রয়, বাটলারকে শিকারে এক দিবসীয় ক্রিকেটে হোমে সাকিবের শিকার সংখ্যা বেড়ে দাঁড়ালো এখন ১৩৬ উইকেটে। হোমে ওয়ানডে সাফল্যে তার উপরে আছেন এখন দ. আফ্রিকার সাবেক পেস বোলার শন পোলক (১২৭ ম্যাচে ১৯৩ উইকেট), অস্ট্রেলিয়ার পেস বোলার ব্রেট লী ( ৯৫ ম্যাচে ১৬৯ উইকেট) ও ম্যাকগ্রা (৯৫ ম্যাচে ১৬০ উইকেট)। স্পিনারদের মধ্যে ৫০ ওভারের ম্যাচে হোমে সাকিবের উপরে আছেন শুধুই শ্রীলংকার বিস্ময় স্পিনার মুরালীধরন (১০৯ ম্যাচে ১৫৪ উইকেট)। এই লিজেন্ডারী স্পিনারের হোম ওয়ানডে রেকর্ডকে টপকে যেতে দরকার এখন সাকিবের ১৯টি উইকেট। যেভাবে হোম রেকর্ডটা ভারী করছেন সাকিব, তাতে মুরালীধরনকে টপকে যেতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না সাকিবকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হোমে ওয়ার্নকে ছাড়িয়ে গেছেন সাকিব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ