Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পেন-ইতালির কেউ জেতেনি

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছায়ে প্রত্যেক গ্রæপ থেকে একটি দলই খেলবে সরাসরি। সেই হিসেবে ‘জি’ গ্রæপে স্পেন-ইতালির ম্যাচটাই তো সবচেয়ে গ্রæরুত্বপূর্ণ। খেলাটা ঘরের মাঠে হওয়ায় সুযোগটা ইতালিরই ছিল বেশি। কিন্তু হারতে হারতে শেষ পর্যন্ত পেনাল্টি গোলে কোনমতে ড্র করে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচে ধীর যুদ্ধ হয় স্পেনের আক্রমন আর ইতালির সেই চিরচেনা রক্ষনের মধ্যে। প্রথমার্ধে সাড়ে ৭২ শতাংশ বলের দখল নিয়েও কোনরকম গোল মুখ আবিষ্কার করতে পারেনি স্পেন। দ্বিতীয়ার্ধে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক বুফনের ভুলে এগিয়ে যায় স্পেন। সার্জিও বুসকেটের লম্বা পাস ঠেকাতে ডি বক্সের বাইরে বেরিয়ে এসেছিলেন জুভেন্টাস গোলরক্ষক। কিন্তু শট নিতে গিয়ে বলের লাইন মিস করেন। সেই সুযোগে ফাঁকা জালে বল ঠেলে দিয়ে সফরকারীদের এগিয়ে নেন মিডর্ফিডার ভিতোলো। নির্ধারিত সময়ের ৮ মিনিট আগে পেনাল্টি কিকে স্বাগতিকদের সমতায় ফেরান ডি রসি। সেই সুবাদে বিশ্বকাপ বাছাইয়ে টানা ৫২ ম্যাচ অপরাজিত থাকল ইতালি। স্পেন ও ইতালি, দুই দলের পয়েন্টই চার। এই সুযোগে লিচেনস্টেইনকে ২-০ গোলে হারিয়ে এই গ্রæপের শীর্ষে উঠে এসেছে আলবেনিয়া। ইউরোপিয়ান অঞ্চলে দ্বিতীয় রাউন্ডের খেলায় ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে মড্রিচ-রাকিতিসহীন ক্রোয়েশিয়া। অস্ট্রিয়া ও ওয়েলসের মধ্যকার আরেক হাউভোল্টেজ ম্যাচ ড্র হয় ২-২ গোলে। একনজরে ফল
অস্ট্রিয়া ২-২ ওয়েলস
মালদোভা ০-৩ সার্বিয়া
আয়ারল্যান্ড ১-০ জর্জিয়া
ইতালি ১-১ স্পেন
লিচেনস্টেইন ০-২ আলবেনিয়া
মেসিডোনিয়া ১-২ ইসরাইল
আইসল্যান্ড ৩-২ ফিনল্যান্ড
কসোভো ০-৬ ক্রোয়েশিয়া
তুরস্ক ২-২ ইউক্রেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্পেন-ইতালির কেউ জেতেনি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ