গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির অফিসেও অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরপর ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের মোহাম্মদপুরের বাসায় অভিযান চালানো হয়। ই-ভ্যালির জনসংযোগ শাখার এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বেলা চারটার দিকে ইভ্যালির প্রধান কার্যালয় ধানমন্ডিতে অভিযান পরিচালনা করে র্যাব।
এ সময়ে ল্যাপটপসহ বেশকিছু মালামাল তারা দেখেন ও জব্দ করেন। ওই কর্মকর্তা আরও বলেন, অভিযান পরিচালনার সময় র্যাবের পক্ষ থেকে ইভ্যালির কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। র্যাবের সদস্যরা ল্যাপটপ, কম্পিউটারসহ বিভিন্ন উপকরণ দেখেন।
এদিকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) গ্রেফতার করে তাদের র্যাব সদর দফতরে নিয়ে যান। বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুরের নিলয় কমপ্রিহেনসিভ হোল্ডিংয়ের বাসায় (হাউজ ৫/৫এ, স্যার সৈয়দ রোড) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে বাসা থেকে বের হতে র্যাব সদস্যদের বাধা দেন উপস্থিত গ্রাহকরা। এ সময় গ্রাহকরা স্লোগান দেন, ‘রাসেল ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে।’ এর আগে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করা হয়। এ মামলাতেই রাসেল দম্পতিকে গ্রেফতার দেখিয়েছে র্যাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।