Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে আরো দুজনের মৃত্যু, আক্রান্ত ২৭

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৫:০৯ পিএম

দক্ষিনাঞ্চলে করোনা সংক্রমনে মৃত্যুর তালিকায় আরো দুজনের নাম যুক্ত হয়ে মোট সংখ্যাটা ৬৭৬ জনে উন্নীত হল। বৃহস্পতিবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় ৫৫১ জনের নমুনা পরিক্ষায় আরো ২৭ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হবার ফলে এ অঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪৪ হাজার ৭০৯ জনে। এরমধ্যে চলতি মাসের ১৬ দিনেই আক্রান্ত ৯৫৪ জনের মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। সরকারী হিসেবে এখনো দক্ষিণাঞ্চলে গড় শনাক্তের হার ২১.৬৪%, মৃত্যুহার ১.৫১%। গত ২৪ ঘন্টায় মৃত দুজনই নারী। এরমধ্যে বরিশাল সদরে ৬৫ বছরের এক নারী শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ দিন চিকিৎসার পরে মারা গেছেন। ভোলার লালমোহনের ২৮ বছরের অপর এক নারী জেলা সদর হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থেকে মৃত্যুবরন করেছেন।
গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৭ জনের ১০জনই বরিশাল জেলায়। যারমধ্যে মহানগরীতেই ৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে বরিশালে মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ১৪৪ জনে উন্নীত হল। মৃত্যু হয়েছে ২২৯ জনের। যারমধ্যে বরিশাল মহানগরীতেই ১০ হাজার ৩৬২ জন আক্রান্তের মধ্যে ১০১ জনের মৃত্যু হয়েছে। বরিশাল জেলায় এখনো গড় সংক্রমন হার ২৪.৫৭%।
এসময়ে পিরোজপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ জনে উন্নীত হয়েছে। এনিয়ে দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমিত এ জেলাটিতে ৫ হাজার ২৩৩ জন আক্রান্তের মধ্যে ৮৩ জনের মৃত্যু হল। জেলাটিতে এখনো গড় সংক্রমন হার ২৪.৮০%।
ভোলাতেও গত ২৪ ঘন্টায় নতুনকরে ৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ফলে জেলাটিতে শনাক্তের সংখ্যা ৬ হাজার ৭৫৮ জনে উন্নীত হল। মৃত্যু হয়েছে ৯১ জনের।
দক্ষিঞ্চলের সর্বোচ্চ সংক্রমন হারের ঝালকাঠীতে গত ২৪ ঘন্টায় দুজনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হলেও ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৯১ জনে উন্নীত হয়েছে। মৃত্যু হয়েছে ৬৯ জনের। দক্ষিণাঞ্চলের ছোট এ জেলাটিতে গড় শনাক্তের হার এখন ২৫.৯১%। পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় আরো দুজনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে ইতোমধ্যে ৬ হাজার ১৬১ জন ক্রন্তের মধ্যে ১০৭ জনের মৃত্যু হয়েছে। দক্ষিনাঞ্চলের দ্বিতীয় সর্বেচ্চ মৃত্যুহারের জেলাটিতে গড় মৃত্যুহার এখনো ১.৭৪%।
বরগুনাতেও এসময়ে নতুনকরে একজনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হলেও সর্বাধীক মৃত্যুহারের জেলাটিতে ইতোমধ্যে মৃত্যু হয়েছে ৯৭ জনের। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮২২ জন। জেলাটিতে এখনো গড় মৃত্যুহার এখন ২.৫৪%।
আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় আরো ১১৭ জন সহ ৪১ হাজার ৬৯৮ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার গড় হার এখন ৯৩.২৭%।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ