Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের উন্নয়নে বাধা না-দেয়ার আহ্বান চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৩:৪০ পিএম

যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের অর্থনীতি, গণজীবিকা, শান্তি ও পুনর্গঠনে বাধা না-দেয়ার আহ্বান জানিয়েছে চীন। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানান।

জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর আফগান তালিবানের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের উচিত আফগানিস্তানের জব্দ করা অর্থ ও সম্পদ ছেড়ে দেওয়া। কারণ, এসব সম্পদ আফগান জনগণের। এ প্রসঙ্গে জনাব চাও বলেন, তালিবান মুখপাত্র ঠিকই বলেছেন, এসব সম্পদ আফগানীদের। অযৌক্তিকভাবে আফগান অর্থ-সম্পদ আটকে রাখা যুক্তরাষ্ট্রের উচিত নয়। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ