গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্দেশ্য সুন্দরবন রক্ষা নয়। তাদের উদ্দেশ্য ভারতের সঙ্গে বাংলাদেশের মৈত্রী নষ্ট করা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে চলমান রাজনীতি ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন শীর্ষক’ এক আলোচনা সভায় এ দাবি করেন তিনি।
জাতীয় কমিটির বিশেষজ্ঞদের দেওয়া প্রতিবেদন সঠিক নয় উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, তাদের প্রতিবেদন জ্যোতিষী নির্ভর। এটা বৈজ্ঞানিক প্রতিবেদন নয়। তেল-গ্যাস রক্ষা কমিটির উদ্দেশ দেশে অরাজকতা সৃষ্টি করা। কিন্তু সেটা করতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন। বঙ্গবন্ধু একাডেমি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন চিত্ত রঞ্জন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।