Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইডিয়াল ইনস্টিটিউটের শিক্ষক রফিকুল ইসলামের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, মালিবাগ শাখার শিক্ষক (ইনচার্জ) মো. রফিকুল ইসলাম আর নেই। গত সোমবার দিবাগত রাত পৌনে ২টায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রফিকুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, এক ছেলে ও চার ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন সহকর্মী ও অনেক ছাত্র ছাত্রী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর খিলগাঁও চৌধুরীপাড়া মাটির মসজিদ মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তালতলা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

শিক্ষক রফিকুল ইসলামের মৃত্যুতে ফয়জুর রহমান আইডিয়াল পরিবারের শিক্ষক শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর রুহের মাগফিরাত কামনায় স্কুলের সব শাখায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষক রফিকুল ইসলামের ইন্তেকাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ