গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে চাকরী প্রত্যাশী মেডিকেল টেকনোজিস্টরা। এর আগে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে বসে তারা। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে তারা।
মঙ্গলবার মহাখালীর স্বাস্থ্য ভবনের মূল গেইটের সামনে ‘মেডিকেল টেকনোলজিস্ট-২০২০ নিয়োগ বাস্তবায়ন কমিটির’ ব্যানারে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে সহস্রাধিক চাকরি প্রত্যাশী এ কর্মসূচিতে অংশ নেন।
এসময় কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, আমরা অবিলম্বে চূড়ান্ত ফলাফল চাই। আমরা ইতোমধ্যে অধিদফতরের ডিজি মহোদয় ও পরিচালক প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি। স্বাস্থ্য সচিবও বলেছিলেন, দ্রুত ফলাফল প্রকাশ করা হবে। কিন্তু এখনো সেই ফলাফল আলোর মুখ দেখছে না।
এক পর্যায়ে অবস্থানকারীদের চাপের মুখে অধিদফতরের মহাপরিচালক পুলিশ প্রশাসনের প্রতিনিধিদের দল ডেকে পাঠান। এই সময় ফলাফল প্রকাশের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী, মুখ্য সচিব, সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন। প্রতিনিধি দলকে নিয়ে আন্দোলনকারীদের সামনে সার্বিক বিষয় তুলে ধরে আন্দোলন স্থগিতের অনুরোধ জানান। পাশাপাশি দ্রুত ফলাফল প্রকাশের বিষয়ে আস্বস্ত করেন। মহাপরিচালকের অনুরোধের প্রেক্ষিতে আন্দোলন কমিটি দুই সপ্তাহ সময় দিয়ে কর্মসূচি স্থগিত করেন।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের মহামারি শুরুর পর সরকার জরুরি ভিত্তিতে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় গতবছরের ২৯ জুন ৮৮৯ জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিদফতর। এ পদে ২৩ হাজার ৫২২ জন চাকরিপ্রার্থী গতবছর ডিসেম্বরে লিখিত পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শেষ হয় এ বছর ২২ ফেব্রুয়ারি। এরপর সাত মাস পেরিয়ে গেলেও চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।