Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবীজির (সা.) আদর্শে সরকার গঠনের আহবান স্কলারদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

তালেবানকে সরকার পরিচালনায় নবীজির (সা.) আদর্শ ও খোলাফায়ে রাশেদীনের পদাঙ্ক অনুসরণের আহবান জানিয়েছে বিশ্বের প্রভাবশালী আলেমদের নিয়ে গঠিত সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারস। স্থানীয় সময় রোববার তালেবান নেতৃত্বাধীন নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে সংগঠনটি এ আহবান জানায়। শুরা প্রণয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, রক্তপাত রোধ, স্বাধীনতা ও সম্মানবোধ নিশ্চিতকরণ এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে আফগানিস্তানে সুশাসন প্রতিষ্ঠা হবে বলে আশা করছে মুসলিম স্কলারদের নিয়ে গঠিত এ সংস্থাটি। তালেবান সরকারের প্রধান মুহাম্মাদ হাসান আখুন্দকেও ওই বিবৃতিতে পৃথকভাবে অভিনন্দন জানায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারস। আফগান

জনগণ ও তালেবান তাকে সরকার প্রধান নির্বাচন করে যে আস্থা রেখেছেন তিনি তা পূরণ করবেন- সংগঠনটি সেই আশা করে। ভ্রাতৃপ্রতীম আফগান জনগণের নিরাপত্তা, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং তাদের উচ্চাকাক্সক্ষা বাস্তবায়নে মুহাম্মাদ হাসান আখুন্দ সফল হবেন বলেও তারা মনে করে। আনাদোলু আরবি অবলম্বনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নবীজির (সা.)
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ