Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪০ বন্দিকে ছাড়িয়ে নিল বন্দুকধারীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

নাইজেরিয়ায় কারাগারে হামলা চালিয়ে কমপক্ষে ২৪০ বন্দিকে ছাড়িয়ে নিয়ে গেছে বন্দুকধারীরা। দেশটির রাজধানী আবুজার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কগি রাজ্যের কাব্বা শহরে একটি কারাগারে এই হামলা চালানো হয়। কারাগারটিতে মধ্যম মানের নিরাপত্তা ছিল বলে জানা গেছে। মুখপাত্র ফ্রান্সিস ইনোবরে বলেন, কাব্বার ওই কারাগার থেকে অন্তত ২৪০ জন বন্দিকে মুক্ত করে নিয়ে গেছে হামলাকারীরা। তবে হতাহতের ব্যাপারে কোনও তথ্য জানাননি তিনি। হামলার পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তাও জানা যায়নি। ঘটনা তদন্ত এবং ছাড়িয়ে নেওয়া বন্দিদের ধরতে এরইমধ্যে কারা প্রশাসনের কন্ট্রোলার হালিরু নাবাবাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কারা মুখপাত্র ইনোবরে পালানো বন্দিদের ব্যাপারে তথ্য দিতে জনসাধারণের প্রতি আহবান জানিয়েছেন। ২০০৮ সালে নির্মিত ২০০ ধারণক্ষমতা সম্পন্ন কারাগারটিতে মোট ২৯৪ জন বন্দি ছিল। এরমধ্যে শাস্তি প্রাপ্ত ৭০ জন ও ২২৪ জন বিচারের অপেক্ষায় ছিলেন। আল-জাজিরা, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২৪০ বন্দি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ