Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাণিজ্য মেলা রোগী ও শিশুদের জন্য রয়েছে বিশেষ সুবিধা

প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : অনেকের কেনাকাটা বা ঘোরাঘুরির ইচ্ছে থাকলেও শিশুকে বাসায় রেখে মেলায় আসতে চান না অনেক মায়েরা। তবে এবারের মেলায় শিশুকে সাথে নিয়ে এসে ভোগান্তিতে পরতে হচ্ছে না তার মাকে। শিশুকে দুধপান করাতে বা শিশুর ডায়াপার পরিবর্তন করতে মা ও শিশুদের জন্য রয়েছে আলাদা স্টলের ব্যবস্থা। নির্ধারিত ওই স্টলে গিয়ে মা তার শিশুকে দুধপান করাতে বা শিশুর ডায়াপার পরিবর্তন করতে পারছেন। শিশুর ক্ষুধা পেলেই কেনাকাটার ফাঁকে মা খুঁজে নিচ্ছেন নির্ধারিত এই স্টলগুলো। শিশুর ক্ষুধা নিবারণ করে নিশ্চিন্তে মেলায় ঘোরাঘুরি বা কেনাকাটা করছেন শিশুর মা। মেলায় স্কয়ারের ব্রেস্ট ফিডিং অ্যান্ড ডায়াপার চেঞ্জিং কর্নার নামক স্টলে কাজটি সম্ভব হচ্ছে। এবারের মেলায় স্কয়ারের দুটি স্টলে মা ও শিশুর জন্য একই সেবা দেয়া হচ্ছে। প্রতিদিন প্রায় ৩৫০ জন মা তার শিশুকে নিয়ে এখানে আসেন এবং ক্ষুধার্ত শিশুকে দুধপান করান। ছুটির দিনে এর সংখ্যা বেড়ে ৫শ’ ছাড়িয়ে যায় বলে জানিয়েছেন স্টলের দায়িত্বরত সমন্বয়কারী। তারা জানিয়েছেন, বিনা মূল্যে মা ও শিশুদের জন্য মাসব্যাপী এ মেলায় এ ধরনের সুযোগ রাখা হয়েছে। স্টলে যারা তালিকাভুক্ত হচ্ছেন তাদের বিনা মূল্যে দেয়া হচ্ছে স্কয়ার সুপার মম। এদিকে এসিআই প্রতিষ্ঠানের ওম্যান হেলথ কেয়ারে মহিলাদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মহিলাদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়। স্টলে রাখা খাতায় যারা তালিকাভুক্ত হচ্ছেন তাদের একটি ফ্রিডম ফ্রি দেয়া হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্য মেলা রোগী ও শিশুদের জন্য রয়েছে বিশেষ সুবিধা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ