Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিতে গিয়ে নিখোঁজ ৪৪ আফগান সেনা

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উন্নত সামরিক প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন বেশকিছু আফগান সেনা কর্মকর্তা। এই সেনাদের মধ্যে অন্তত ৪৪ জন নিখোঁজ হয়ে গেছেন। তাদের কোনও খোঁজ জানাতে পারেনি কেউ। বিগত দুই বছরেরও কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটে। প্রশিক্ষণার্থী আফগান সেনাদের এভাবে উধাও হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পেন্টাগনের মুখপাত্র অ্যাডাম স্ট্যাম্প। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বলছে, সম্ভবত যুক্তরাষ্ট্রে বসবাসের উদ্দেশ্যেই তারা এ কাজ করেছে। অবৈধ কর্মী হিসেবে তারা হয়তো সেখানে কাজও যুগিয়ে নিয়েছে। ২০০৭ সাল থেকে যুক্তরাষ্ট্রে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছে দুই হাজার ২০০ আফগান সেনা। কিন্তু সেনাদের এ ধরনের আচরণে সামরিক প্রশিক্ষণ কার্যক্রমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিব্রতকর অবস্থার মুখে পড়ছে বারাক ওবামা প্রশাসনও। কারণ ১৫ বছরের যুদ্ধে আফগান সেনাদের প্রশিক্ষণের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। এদিকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহূর্তে এ ঘটনা ফাঁস হওয়ায় বিপাকে পড়তে পারে ডেমোক্রেট শিবির। এ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিতে গিয়ে নিখোঁজ ৪৪ আফগান সেনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ