Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালেবানের শাসন : পাকিস্তানে কারা খুশি, কারা অখুশি?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ৯:৪৪ এএম

আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ায় ৫৫ ভাগ পাকিস্তানি খুশি বলে এক জনমত জরিপে দেখা গেছে। আবার নারীদের চেয়ে পুরুষেরা তালেবানের প্রতি তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে।

প্রদেশভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে তালেবান সরকারের জন্য সবচেয়ে শক্তিশালী সমর্থন এসেছে খাইবার-পাখতুনখাওয়া থেকে।

শহুরে উত্তরদাতাদের মধ্যে ৫৯ ভাগ তালেবান সরকার গঠনে 'খুশি' এবং ২০ ভাগ বলেছেন যে তারা 'অখুশি'।

জরিপে দেখা গেছে ৫৮ ভাগ পুরুষ তালেবান সরকার গঠনে ‘খুশি’, মহিলাদের মধ্যে এই হার ছিল ৩৬ ভাগ।

গ্যালাপ পাকিস্তান পরিচালিত একটি নতুন জরিপে দেখা গেছে, অর্ধেকেরও বেশি পাকিস্তানি জনগণ আফগানিস্তানে তালেবান শাসনের পক্ষে অনুকূল মনোভাব পোষণ করেন।

জরিপের অংশ হিসেবে ২,৪০০ জনেরও বেশি লোকের প্রতিনিধি নমুনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, 'আপনি কি আফগানিস্তানে তালেবান সরকার গঠনে খুশি?'

জরিপের ফলাফল অনুসারে, ৫৫ ভাগ পাকিস্তানি বলেছেন তারা 'খুশি', অন্যদিকে ২৫ ভাগ তালেবান শাসন নিয়ে 'অখুশি' এবং ২০ ভাগ 'কোনো প্রতিক্রিয়া' জানাননি।

সামগ্রিকভাবে নমুনাকৃতদের ৫৫ ভাগ তালেবান সরকার প্রতিষ্ঠায় খুশি। তালেবান ১৫ আগস্ট আফগানিস্তানে ক্ষমতা দখল করেছে।

প্রদেশভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, তালেবান সরকারের পক্ষে সবচেয়ে শক্তিশালী সমর্থন ছিল খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে, যেখানে উত্তরদাতাদের ৬৫ ভাগ বলেছেন, তালেবান সরকার গঠনে তারা 'খুশি' হয়েছেন। এরপর বেলুচিস্তান থেকে ৫৫ ভাগ এবং পাঞ্জাব ও সিন্ধু থেকে ৫৪ ভাগ, জরিপে অংশগ্রহণকারী আফগানিস্তানে তালেবান সরকার গঠনে আনন্দ প্রকাশ করেছেন।

শহুরে উত্তরদাতাদের মধ্যে ৫৯ ভাগ তালেবান সরকার গঠনে 'খুশি' এবং ২০ ভাগ বলেছেন তারা 'অখুশি'।

এদিকে গ্রামাঞ্চলের উত্তরদাতাদের মধ্যে ৫৩ ভাগ মানুষ বলেছেন তারা 'খুশি' এবং ২৮ ভাগ মানুষ 'অখুশি'।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৫০ বছরের বেশি বয়সের ৬৮ ভাগ মানুষ তালেবানের সরকার গঠনকে সমর্থন করে। বাকি উত্তরদাতাদের মধ্যে ৩০ থেকে ৫০ বছর বয়সীদের ৫৫ ভাগ এবং ৩০ বছর বা তার কম বয়সীদের ৫২ ভাগ তালেবান সরকার গঠনে খুশি।

১৩ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত জরিপটিতে উঠে এসেছে ৫৮ ভাগ পুরুষ বলেন, তারা তালেবান সরকার গঠনে 'খুশি'। অন্য দিকে মহিলাদের মধ্যে তালেবান-সমর্থন হার ৩৬ ভাগ। সূত্র : জিও টিভি

 



 

Show all comments
  • Masudur Rahman ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১:৩৬ পিএম says : 0
    আচ্ছা বলেন তো ? আওয়ামিলীগ ক্ষমতায়, বাংলাদেশের কারা খুশি আর কারা অখুশি ?
    Total Reply(0) Reply
  • দাওয়াতুল হক ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১:৩৬ পিএম says : 0
    একটি কাজে সবাই খুশি হবে না, এটাই স্বাভাবিক। ভালো কাজে শত্রু অখুশি হয়। মন্দ কাজে মিত্র অখুশি হয়— এটাই স্বাভাবিক।
    Total Reply(0) Reply
  • Shaaziz Rasel ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১:৩৬ পিএম says : 0
    যারা প্রকৃত মুসলমান তারা সবাই খুশি। আর যারা মুসলমান নামে কাজে মুনাফিক তারা অখুশি।
    Total Reply(0) Reply
  • আরিফুর রহমান ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১:৩৭ পিএম says : 0
    সমস্যা নাই যারা তালেবান সরকার গঠনে অখুশি তারা মরলেও তাদের দাদারা তাদের বাচাতে আসবে না
    Total Reply(0) Reply
  • রোমান ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১:৩৮ পিএম says : 0
    তাদের অখুশিতে তালেবানদের কিছু যায় আসে না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ