Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইরাকে সামরিক উপস্থিতি অব্যাহত রাখার ঘোষণা তুর্কি প্রধানমন্ত্রীর

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, ইরাকের বাশিকায় তুরস্কের সামরিক উপস্থিতিকে ইরাকি পার্লামেন্ট দখলদার বলে অভিহিত করা সত্ত্বে সেখানে তুর্কি সামরিক বাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে। গত বৃহস্পতিবার রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে ইলদিরিম এ ঘোষণা দেন। তুর্কি প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে মানবিক ট্র্যাজেডি ও রক্তপাতের মত নৃশংস ঘটনাগুলো প্রতিরোধ করা। তিনি বলেন, এ অঞ্চলের ইতিহাসে জুড়ে সবসময়ই তুরস্কের অবদান রয়েছে। তুরস্ককে নিয়ে বেখাপ্পা মন্তব্য করার কোনো অধিকার বাগদাদের নেই। কেননা এ অঞ্চলের অনেক দেশের সঙ্গেই ইরাকের কোনো বন্ধন নেই। এছাড়াও ইলদিরিম বলেন, পিকেকে সন্ত্রাসী গ্রুপ নিয়ে ইরাকের উদাসীন মনোভাব অত্যন্ত অন্যায্য ও অগ্রহণযোগ্য। কয়েক দশক ধরে গ্রুপটি ইরাকের মধ্যে আশ্রয় নিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তুরস্কের সামরিক উপস্থিতি নিয়ে বাড়াবাড়ি করা ইরাকের জন্য একবারেই অর্থহীন। কেননা তুরস্কের মতো একই লক্ষ্য নিয়ে বিশ্বের ৬৩টি দেশের সৈন্যরা দেশটিতে সন্ত্রাসী ও আইএস নির্মূলে লড়াই করে যাচ্ছে। বাগদাদে তুরস্কের রাষ্ট্রদূতকে এ বিষয়ে কূটনৈতিক নোট পাঠাতে গত মঙ্গলবার দেশটির সরকারকে জোরালো পরামর্শ দেয়। আনাদুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাকে সামরিক উপস্থিতি অব্যাহত রাখার ঘোষণা তুর্কি প্রধানমন্ত্রীর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ