Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র আর পরাশক্তি নেই এটা একটা ক্ষয়িষ্ণু শক্তি

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিকল্প শক্তি হিসেবে চীন ও রাশিয়ার দিকে ঝুঁকছে পাকিস্তান
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রকে ক্ষয়িষ্ণু বিশ্বশক্তি আখ্যা দিয়ে পাক-প্রধানমন্ত্রীর কাশ্মীর বিষয়ক একাধিক দূত জানিয়েছেন, কাশ্মীর এবং ভারত ইস্যুতে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্র বিবেচনায় না নিলে তারা চীন এবং রাশিয়ামুখী হবে। গত বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। গণমাধ্যমটি জানায়, মার্কিন গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের এক মতবিনিময় অনুষ্ঠান শেষে তারা ওই মন্তব্য করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাশ্মীর বিষয়ক দূত মুশাহিদ হোসেন সাইদ বলেন, যুক্তরাষ্ট্র এখন আর বিশ্বশক্তি নেই। এটা একটা ক্ষয়িষ্ণু শক্তি। এর কথা ভুলে যান। এ ছাড়া একই অনুষ্ঠানে অংশ নিয়ে নওয়াজের কাশ্মীর বিষয়ক আরেক দূত শারজা মানসাব একই মন্তব্য করেন। ৯০ মিনিটের ওই মতবিনিময় সভা শেষে এক প্রশ্নের জবাবে তারা এই মন্তব্য করেন। প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ায় নিজের অবস্থান ধরে রাখতে এবং চীনকে চাপে রাখতে এই অঞ্চলে ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্কের উন্নয়ন ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে পাক-মার্কিন সম্পর্ক আগের চেয়ে নি¤œ পর্যায়ে চলে এসেছে। এ কারণে দিন দিন রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করে যাচ্ছে পাকিস্তান। ইতিমধ্যে চীনের সঙ্গে অর্থনৈতিক করিডোর স্থাপনের কাজ করছে পাকিস্তান সরকার। অপরদিকে যৌথ সামরিক মহড়া করেছে রাশিয়ার সঙ্গেও। তাছাড়া কাশ্মীরের উরিতে হামলার ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের সঙ্গে সিন্ধুর পানি বণ্টন চুক্তি পুনর্বিবেচনার হুমকি দেয়ার পর বাঁধ নির্মাণের অজুহাতে চীন থেকে ভারতে আসা ব্রহ্মপুত্রের একটি শাখা বন্ধ করে দিয়েছে চীন। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র আর পরাশক্তি নেই এটা একটা ক্ষয়িষ্ণু শক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ