পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম নগরীর সব চেয়ে দৃষ্টি নন্দন উন্মুক্ত স্থান সিআরবি ধ্বংসের চক্রান্ত বন্ধের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। গতকাল রোববার সিআরবি সাত রাস্তার মোড়ে নাগরিক সমাজ, চট্টগ্রামের প্রতিবাদ সমাবেশে বক্তারা এ দাবি জানান। তারা বলেন, প্রাণ প্রকৃতি বিরাণ করে হাসপাতালের প্রয়োজন নেই। চট্টগ্রামে হাসপাতাল নির্মাণের মতো জমির অভাব নেই। এরপরও যারা হেরিটেজ জোনে বাণিজ্যক স্থাপনা নির্মাণ করতে চায় তাদের কুমতলব রয়েছে। পরিবেশ বিনাশের অপচেষ্টা রুখতে হবে। সমাবেশে নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ইদ্রিস আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবি হোসেন কবির, রাশেদ হাসান, হাসান মনসুর, প্রনব চৌধুরী, শিবু প্রশাদ চৌধুরী, জেনিফার আলম, কবি মিনু মিত্র,অ্যাডভোকেট এ ড এম আরছুর রহমান, দিলরুবা খানম,আর কে দাশ রুবেল, চৌধুরী জসিমুল হক, সাজ্জাদ হোসেন জাফর প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।