Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাস খাদে পড়ে চারজন নিহত

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে : | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

মাগুরা-যশোর সড়কের রামকান্তপুর এলাকায় যাত্রীবোঝাই বাস খাদে পড়ে ঘটনাস্থলে চার জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৩০ জন।
এলাকাবাসী জানায়, যাত্রীবাহী বাস যশোর থেকে মাগুরা আসার পথে রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। পুলিশ গাড়ি আটক করেছে। আহতদের যশোরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। নিহতদের মধ্যে ৩ জন নারী ১ জন পুরুষ রয়েছে। তাদের বাড়ি মাগুরা জেলার বিভিন্ন এলাকায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চারজন নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ