Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য পাসের বিরুদ্ধে নবম সপ্তাহের বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

ফ্রান্সে বাধ্যতামূলক স্বাস্থ্য পাসের বিরুদ্ধে নবম সপ্তাহের মতো বিক্ষোভ হয়েছে। শনিবার রাজধানী প্যারিস ও এর বাইরে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি শিক্ষার্থী, দমকল বাহিনীর সদস্যরাও এই আন্দোলনে অংশ নেন। তারা বলেন, বাধ্যতামূলক স্বাস্থ্য পাস ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। একজন নাগরিক বলেন, এটা আসলে আমার কাছে একধরনের রাজনীতি বলেই মনে হয়। এখানে আমাদের বাধ্য করা হচ্ছে ভ্যাকসিন নেওয়ার জন্য। আর এই কারণেই আজকে এই প্রতিবাদে অংশ নিয়েছি। আরেকজন বলেন, যে ভ্যাকসিন এখনো পরীক্ষামূলক অবস্থায়। সেটা মানবদেহে প্রয়োগ নিরাপদ নয়। ২০২৩ সালে এই ভ্যাকসিন নিয়ে যে গবেষণা শেষ হবে। অথচ এর আগেই শরীরে প্রয়োগ করা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। একজন দমকলকর্মী বলেন, করোনাকালীন সংকটে আমাদের কাজের অভিজ্ঞতা থেকে এটি বলতে পারি, সরকার যদি স্বাস্থ্যকর্মীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয় তাহলে এই সংকট মোকাবিলা করা খুব কঠিন হবে না। সরকার অর্থনৈতিক ও রাজনৈতিক বিবেচনা থেকেই এই নীতিমালা প্রণয়ন করেছে বলে আমি মনে করি। গত মধ্য জুলাই থেকে ফ্রান্সে কোভিড পাস চালু হয়। যে কাউকে রেস্টুরেন্টে, থিয়েটারে, সিনেমায় কিংবা ট্রেন ভ্রমণ ও বৃহৎ শপিংমলে যেতে হলে অবশ্যই কোভিড পাস দেখাতে হবে। কোভিড পাসে টিকা দেওয়ার তথ্য কিংবা করোনা নেগেটিভ কথা উল্লেখ থাকবে। সরকার বলছে, করোনার চতুর্থ ঢেউ ঠেকাতে লোকজনকে টিকা দিতে উৎসাহিত করতেই কোভিড পাস চালু করা হয়েছে। ডেলটা ধরনের ভাইরাসের কারণে নতুন করে সংক্রমণ দেখা দিলে, ফ্রান্সে গত সপ্তাহ থেকে হেলথ পাস প্রবর্তন করা হয়। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৬৬৩ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৭৩৭ জনের। আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩২ লাখ ৩২ হাজার ১৬৮ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৬৮৮ জনের। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ৯৮ লাখ ৯ হাজার ১৬৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৫৯০ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৭১ লাখ ৬৮ হাজার ৮০৬ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৩ হাজার ৯৮৮ জন। পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ লাখ ২ হাজার ৬২৫ জন। মারা গেছেন এক লাখ ৯১ হাজার ১৬৫ জন। আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং কলম্বিয়া দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ২৮তম। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। ফ্রান্স২৪।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাস্থ্য পাস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ