Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ১৭ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২১, ৭:৫৮ পিএম

পাকিস্তানের ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনওয়ার তোরঘর জেলায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে এ নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় ইতোমধ্যে ১১ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বকিদের উদ্ধারেও জোর তৎপরতা চলছে। তোরঘর জেলার পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নওয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন।

সাংবাদিকদের তিনি জানান, শনিবার থেকেই পার্বত্য অঞ্চল খাইবার পাখতুনওয়ার বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। রোববার ভোরের দিকে জেলার প্রত্যন্ত কয়েকটি গ্রামে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢল দেখা দেয়।
মোহাম্মদ নওয়াজ আরও জানিয়েছেন, উদ্ধার মৃতদেহসমূহের মধ্যে একাধিক নারী ও শিশু আছে। উপদ্রুত গ্রামগুলোর বেশিরভাগ ঘরই রোদে পোড়া ইট ও মাটির তৈরি। প্রবল বর্ষণ ও ঢলে এই বাড়িগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক এবং অনেক বাড়ি ভেঙে গেছে।
রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী শহর অ্যাবোটাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তোরঘর জেলা ও কেন্দ্রীয় ফায়ার সার্ভিস কর্মীরা ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছেন, ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ সামগ্রীও পাঠানো হয়েছে, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেই পার্বত্য এলাকায় ত্রাণ পৌঁছাতে বিলম্ব হচ্ছে।
পাকিস্তানে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টিপাত হয়; এবং বর্ষা মৌসুমে দেশটির পার্বত্য এলাকাগুলোতে এ ধরণের দুর্যোগ নিয়মিতই হয়ে থাকে। সূত্র : গালফ নিউজ, আরব নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ