Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বগুড়ায় করোনা ও উপসর্গে ৩ জনের মৃত্যু

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২১, ২:৩৮ পিএম

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুটি হাসপাতালে করোনা ও উপর্সগে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন এবং বাকি দুইজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া একই সময়ে জেলায় নতুন করে ২০৭ নমুনায় আরও ১৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৬ দশমিক ৭৬ শতাংশ। যা গতকাল ছিল ৮ দশমিক ৪১ শতাংশ। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২জন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তথ্যমতে, নতুন করে মারা যাওয়া ব্যক্তি হলেন- সদরের হেলাল উদ্দিন(৪৪)। নতুন করে বগুড়ার একজন মারা যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ৬৭৪জনে দাঁড়িয়েছে। প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার মোট ২০৭টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১০জন এবং এন্টিজেন পরীক্ষায় ৪জন করোনা পজিটিভ ছিলেন।

নতুন আক্রান্ত ১৪জনের মধ্যে সদরে ১০, গাবতলী ২ এবং বাকি দুইজন সোনাতলা ও শাজাহানপুরের বাসিন্দা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ