নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০৭ পয়েন্ট নিয়ে ৫ম অবস্থানে ইংল্যান্ড, সেখানে ৯৫ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে বাংলাদেশ। শুধু তাই নয়, ১৬ ম্যাচে ১৩ জয়ের বিপরীতে বাংলাদেশের কাছে মাত্র ৩টি হার মাত্র ইংল্যান্ডের। দ্বি-পাক্ষিক সিরিজের সব ক’টির ট্রফিই জিতেছে ইংল্যান্ড। সর্বশেষ ৬টি সিরিজের ৪টির ট্রফি জিতেছে ইংল্যান্ড, শ্রীলংকার বিপক্ষে ৩-০ এবং পাকিস্তানের বিপক্ষে ৪-১এ সিরিজ জয়ের টাটকা সুখস্মৃতি নিয়ে বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড দল। এমন একটি দলও কি না বাংলাদেশ সফরে এসে নিজেদেরকে ভাবছে আন্ডারডগ! নিয়মিত অধিনায়ক মরগানের অপরাগতায় জস বাটলার সেই দায়িত্ব নিয়ে ওয়ানডে সিরিজে নিজেদেরকেই বলছেন আন্ডারডগÑ ‘হতে পারে বাংলাদেশ ঘরের মাটিতে নিজেদের কন্ডিশনে এবং ওয়ানডে সিরিজগুলোতে তাদের সা¤প্রতিক সাফল্যে খুবই শক্তিশালি। আমরা আন্ডারডগ হয়ে নামলেও সেটা নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই, সেটা হয়তো আমাদের সঙ্গে ভালভাবেই খাপ খেয়ে যায়!’
বিশ্বকাপ পরবর্তী দল পূর্নগঠনে ইংল্যান্ড দল সর্বশেষ ৩০ ম্যাচের ১৭টিতে জিতেছে। তারপরও ৬ বছর পর বাংলাদেশ সফরে এসে সতর্ক তারা। বাংলাদেশের মাটিতে প্রকৃত বাঘ বাংলাদেশ দল। হোমে দূর্বার এই দলটির কাছে অ্যাডিলেডে হারের দুঃসহ স্মৃতি আছে বলেই ভয়টা পিছু ছাড়ছে না বাটলারের। অ্যাডিলেডের সেই ম্যাচের দলে থাকা ইংলিশ ক্রিকেটারদের মধ্যে বেশ ক’জন নেই এই দলে। পূর্নগঠন প্রক্রিয়ায় থাকা দলটিতে আজ ওয়ানডে অভিষেক হতে পারে ২ তরুণের। তাই এই সিরিজকে প্রতিশোধের সিরিজ বলে গণ্য করে বাড়তি চাপ নেয়ার পক্ষে নন জস বাটলারÑ ‘এই স্কোয়াডের খুব বেশি ছেলে কিন্তু অস্ট্রেলিয়ায় ছিলনা। তাই প্রতিশোধের কোন বিষয় এখানে নেই। আমরা বরং এই সিরিজকে অনুপ্রেরণা হিসেবে নিতে চাই। আমাদের হাতে যে কাজটা আছে তার দিকেই মনোযোগ দিতে চাই। অস্ট্রেলিয়ায় আমরা বাংলাদেশের কাছে যখন হেরেছিলাম তারপর কিন্তু ভিন্ন একটা দলে পরিণত হয়েছি আমরা। তবে এখানকার কন্ডিশন আমাদের জন্য বেশ কঠিণ। পিচ যেমনই হোক সেটাতে খেলার জন্য প্রস্তুত হতে হবে। জানিনা কেমন স্কোর আদর্শ হবে এবং পিচ কেমন হবে। তাই প্রতিপক্ষের দক্ষতার দিকে মনোযোগ দিচ্ছি, কিন্তু দিনশেষে আমরা দেখতে চাই, যেনো বলতে পারি নিজেদের সেরা ক্রিকেট খেলতে পেরেছি।’
বাংলাদেশ-ইংল্যান্ড সফরসূচি
ম্যাচ তারিখ সময় ভেন্যু
১ম ওয়ানডে ৭ অক্টোবর দুপুর আড়াইটা শেরে বাংলা
২য় ওয়ানডে ৯ অক্টোবর দুপুর আড়াইটা শেরে বাংলা
৩য় ওয়ানডে ১২ অক্টোবর দুপুর আড়াইটা জহুর আহমেদ
১ম প্রস্তুতি ম্যাচ ১৪-১৫ অক্টোবর সকাল ১০টা এমএ আজিজ
২য় প্রস্তুতি ম্যাচ ১৬-১৭ অক্টোবর সকাল ১০টা এমএ আজিজ
১ম টেস্ট ২০-২৪ অক্টোবর সকাল ১০টা জহুর আহমেদ
২য় টেস্ট ২৮ অক্টো.-১ নভে. সকাল ১০টা শেরে বাংলা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।