Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

আজ ঢাকা ছাড়ছেন মামুনুল-এমিলিরা

প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লেÑঅফে ভুটানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে আজ ঢাকা ছাড়ছে ৩৩ সদস্যের জাতীয় ফুটবল দল। দলে ২৩ ফুটবলার ও ১০ কর্মকর্তা রয়েছেন। সকাল ৯ টায় দ্রæক এয়ারলাইন্স যোগে থিম্পুর উদ্দেশ্যে যাত্রা করবেন মামুনুল-এমিলিরা। ভুটানকে হারানোর লক্ষ্য নিয়েই দেশ ছাড়ছে জাতীয় দল। অ্যাওয়ে ম্যাচে পুরো দলকে উজ্জীবিত করে খেলাতে চান লাল-সবুজের বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। অ্যাটাকিং মিডফিল্ডার ও ডিফেন্ডারদের সমন্বয়ে দল খেলবে বলে জানান তিনি। তার ভাষায় বাংলাদেশের ডিফেন্স হবে ‘কমপ্যাক্ট’। প্রতিপক্ষের দর্শক, সমূদ্র পিষ্ট থেকে উচ্চতা, ঠান্ডা আবহাওয়া, অ্যাস্ট্রোটার্ফে খেলা- সব কিছুই থাকবে বাংলাদেশের বিপক্ষে। তারপরও ম্যাচে তাদেও একমাত্র লক্ষ্য জয়। ম্যাচ গোলশূন্য ড্র হলে অতিরিক্ত সময়ে খেলা গড়াবে। তাতেও নিষ্পত্তি না হলে টাইব্রেকারে ফলাফল নির্ধারণ হবে। তবে গোল করে ড্র করলেও এশিয়ান কাপের বাছাইয়ে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। কেননা ঢাকার হোম ম্যাচটি গোলশূণ্য ড্র হয়েছিল। আর এতেই হেড-টু-হেডে এগিয়ে রয়েছে বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ ঢাকা ছাড়ছেন মামুনুল-এমিলিরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ