Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনাবাহিনীর গাড়িতে লাথি মারল বেসামাল ভারতীয় মডেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

একে তো রাতের বেলা রাস্তায় মাতলামি, তার ওপর লাথি মেরেছেন সেনাবাহিনীর গাড়িতে, ভেঙে ফেলেছেন গাড়ির হেডলাইট। আর এতসব কান্ড ঘটিয়েছেন সবার সামনেই। ফলাফল, মাতাল তরুণী জেলে আর ভাইরাল তার ভিডিও। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, সম্প্রতি মধ্য প্রদেশের গোয়ালিয়রে ঘটেছে এ ঘটনা। তা দেখে হতভম্ব হয়েছেন অনেকেই। জানা যায়, ২২ বছরের ওই তরুণী পেশায় মডেল। কিছুদিন আগে আরও দুই তরুণীর সাথে তিনি গোয়ালিয়রে গিয়েছিলেন কাজের প্রয়োজনে। এর মধ্যে গত বুধবার মাতাল হয়ে তুলকালাম ঘটিয়েছেন সেই উঠতি মডেল। ট্রাফিক পুলিশ জানিয়েছে, সেদিন মদ্যপ অবস্থায় হঠাৎ রাস্তার মধ্যখানে চলে আসেন ওই তরুণী। তিনি এতটাই মাতাল ছিলেন যে, নিজেকে ঠিকমতো সামলাতে পারছিলেন না। এ অবস্থায় রাস্তায় চলতে থাকা ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ির সামনে দাঁড়িয়ে সেটিকে থামিয়ে দেন। এরপর শুরু হয় গাড়ির ওপর হামলা। সেটিতে ক্রমাগত লাথি মারতে থাকেন মাতাল তরুণী। মারতে মারতে গাড়ির হেডলাইট ভেঙে ফেলেন তিনি। এসময় এক সেনা কর্মকর্তা থামাতে এলে তাকেও ধাক্কা মারেন সেই তরুণী। এসব কান্ডে রাস্তায় ভিড় জমে যায় অন্য গাড়ির। জড়ো হতে থাকে লোকজনও। পরে অভিযোগ পেয়ে এক নারী পুলিশ সদস্য এসে মদ্যপ তরুণীকে স্থানীয় থানায় নিয়ে যান। পুলিশ জানিয়েছে, ওই তরুণী দিল্লির বাসিন্দা। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। এরই মধ্যে তার মেডিক্যাল টেস্টও করা হয়েছে। এ বিষয়ে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে পুলিশ। তবে এ ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর পক্ষে থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নিউজ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ