বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার ধামরাইয়ে রাফিউল ইসলাম রাফি নামের নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রের লাশ বংশী নদী থেকে ১৫ ঘন্টা পর আজ সকাল ৯ টার দিকে উদ্ধার করেছে ডুবুরি দল।
নিহত রাফিউল ইসলাম রাফি ধামরাই সরকারি হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র এবং পৌরসভার বরাতনগর এলাকার মো. মনিরুজ্জামানের (মনির) ছেলে। দুই সন্তানের মধ্যে রাফি বড়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার হাজিপুর এলাকায় বাবা-মার সাথে নৌকায় বেড়াতে যায় রাফিউল ইসলাম রাফি।
হাজিপুর গিয়ে রাফির বাবা-মা নৌকায় বেড়াতে গেলে রাফি ও তার ছোট চাচাতো ভাই নৌকায় বাবা-মার সাথে বেড়াতে না গিয়ে তারা নদীর পারে বসে খেলা করবে বলে থেকে যায়। পরে রাফি ও তার চাচাতো ভাই খেলা করতে গিয়ে রাফি পানিতে পড়ে যায়। তাকে বাচাঁতে গিয়ে চাচাতো ভাই পানিতে লাফ দেয়। চাচাতো ভাই পানিতে হাবুডুবু খেতে থাকলে আশে পাশের লোকজনের নজরে আসে। তখন তারা গিয়ে রাফির চাচাতো ভাইকে উদ্ধার করলেও রাফিকে আর খোঁজে পায়নি।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশনে খবর দিলে ডুবুরি দল সকাল ৯ টার রাফির লাশ উদ্ধার করে। পরে লাশটি ধামরাই থানায় নিয়ে আসা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।