মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তালেবান ক্ষমতায় আসার পরে ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে আফগানিস্তানের আর্থসামাজিক প্রেক্ষাপট। প্রায় ২০ বছর পরে তালেবান সরকার গঠন করার পর দেশটির ঐতিহ্যবাহী পোশাক বিক্রেতাদের ব্যবসা বেড়েছে কয়েক গুণ। আর পশ্চিমা ধাঁচের পোশাকের দোকান গ্রাহকশূন্য।
ঐতিহ্যবাহী পোশাক বিক্রেতা আবদুল হামিদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এখন আমাদের ব্যবসার ধরন বদলে যাচ্ছে। লোকজন এখন আর জিনস এবং টি-শার্ট কিনতে যাচ্ছে না, তারা ঐতিহ্যবাহী পোশাক এবং কটি কিনছে। মানুষের হাতে পর্যাপ্ত অর্থ না থাকলেও আগের তুলনায় বেশি ক্রেতা আসছে দোকানে।’
অন্যদিকে, জিনস, স্যুট এবং নজরকাড়া পশ্চিমা পোশাক বিক্রেতারা বলছেন, তাঁদের ব্যবসা খুবই মন্দা যাচ্ছে। সৈয়দ নোমান সাদাত নামের এক ব্যবসায়ী বলেন, তাঁর দোকানটি নারীদের চকচকে পোশাকের জন্য সুপরিচিত, কিন্তু বর্তমানে কেউ দোকানে ঢোকার সাহস দেখাচ্ছে না।
নোমান সাদাত আরও বলেন, ‘এখন পর্যন্ত তালেবান ইসলামিক আমিরাতে এই ধরনের ব্যবসা করার অনুমতি দিয়েছে। পরিস্থিতি ভালো হলে আমরা ব্যবসা চালিয়ে যেতে পারব। আর না হলে ব্যবসা বন্ধ করে নিজেদের পেট চালাতে অন্য কোনো কাজ করতে হবে।’
বিবিসির কাছে শহরের এক পশ্চিমা পোশাক দোকানি স্বীকার করেন, নতুন সরকার ক্ষমতায় আসার পরই তাদের বিক্রি অনেক কমে গেছে। তবে তালেবানরা তাদের বিক্রিতে এখনও কোন বাধা দেয়নি। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।