Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাহমুদউল্লাহকে পুরস্কৃত করলো বিএসজেসি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২১, ২:২৯ এএম | আপডেট : ৯:৪৬ পিএম, ১১ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক দলের সেরা পারফরমার হিসেবে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)’র পুরস্কার জিতেছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শুক্রবার রাতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ৫ম ও শেষ ম্যাচের পর মাহমুদউল্লাহর হাতে ক্রেস্ট তুলে দেন বিএসজেসি’র সভাপতি নাসিমুল হাসান দোদুল। শেষ ম্যাচে ২৭ রানে হারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ (৩-২ ব্যবধানে) জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ। এটা নিয়ে মাহমুদউল্লাহর নেতৃত্বে টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জয় টাইগারদের। আগের দুই সিরিজে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়াকে (প্রথমবার সিরিজ জয়) হারিয়েছিল তারা। ২০ ওভারের ম্যাচে অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর অধিনায়কত্বে ইতোমধ্যে ১৩টি জয় পেয়েছে লাল-সবুজরা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তার হাতেই থাকছে বাংলাদেশ দলের আর্মব্যান্ড। বিশ্বকাপেও টাইগাররা সাফল্য পাবে বলে আশা মাহমুদউল্লাহর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট- বাংলাদেশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ