Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৭৩ ব্যক্তি-প্রতিষ্ঠানকে অবমাননা করেছেন ট্রাম্প

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এ যাবৎ অনেক মানুষ ও প্রতিষ্ঠানকে অবমাননা করেছেন। তিনি টুইটারে যাদের অবমাননা করে টুইট করেছেন তাদের একটি তালিকা করছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমস। ডোনাল্ড ট্রাম্পের অবমাননার শিকার হয়েছে সংবাদ বিষয়ক প্রতিষ্ঠানগুলো, ব্যবসায়ী, বিচারক, বিদেশী নেতা, সংবাদ উপস্থাপিকা, ম্যাগাজিন ও সেলিব্রেটিরা। অনলাইনে বিভিন্ন সময়ে তাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এতে তারা কষ্ট পেয়েছেন। এ বছরের শুরুতে নিউইয়র্ক টাইমস এ তালিকা সমন্বয় করা শুরু করে। বুধবার পর্যন্ত এ তালিকায় এসেছে মোট ২৭৩ জন ব্যক্তি বা স্থান বা অন্য কোনো কিছুর নাম। এতে রয়েছে মার্কিন পত্রিকা ইউএসএ টুডে, সাবেক মিস ইউনিভার্স অ্যালিসিয়া ম্যাচাডো, ব্যবসায়ী মার্ক কিউবান, ‘দ্য সিস্টেম’ ও দ্য নিউইয়র্ক টাইমস। তালিকার এসব নাম সংগ্রহ শুরু হয় এ বছরের জানুয়ারিতে। ডোনাল্ট ট্রাম্প ২০১৫ সালের জুনে প্রেসিডেন্ট পদে নির্বাচন করার ঘোষণা দেয়ার পর ৪ হাজারেরও  বেশি টুইট করেছেন। সেগুলো ঘেঁটে এ তালিকা করছে নিউইয়র্ক টাইমস। ট্রাম্পের সবচেয়ে বেশি সমালোচনা বা অবমাননার শিকার হয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন, মারকো রুবিও, জেব বুশ, টেড ক্রুজ। তিনি হিলারি ক্লিনটনকে ‘অযোগ্য’ ‘ক্রকড’সহ বিভিন্ন নামে অসম্মানিত করার  চেষ্টা করেছেন। রিপাবলিকান দল থেকে এবার প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন মারকো রুবিও ও জেব বুশ। তিনি তাদের ‘দুর্বল’ ‘নো চান্স’ ‘প্যাথেটিক ফিগার’ বলে আখ্যায়িত করেছেন। টেড ক্রুজকে তো ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করে বসেন। এছাড়া তার আক্রমণ থেকে রেহাই পায়নি সিএনএন, নিউইয়র্ক টাইমস। তিনি পিছু লেগেছেন মার্শাল আর্ট যোদ্ধা রোন্ডা  রৌজির। তাকে ‘একজন চমৎকার লোক নন’ বলে অভিহিত করেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২৭৩ ব্যক্তি-প্রতিষ্ঠানকে অবমাননা করেছেন ট্রাম্প
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ