মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানে ইরানের তেল ও গ্যাস রপ্তানি বাড়ছে। পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে সমঝোতা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী জাওয়াদ উজি আজ (শুক্রবার) এসব তথ্য জানিয়েছে।
তিনি বলেছেন, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। এই আলোচনার ভিত্তিতে আগামী কয়েক মাসের মধ্যেই পাকিস্তানে ইরানি তেল ও গ্যাস রপ্তানি বাড়বে।
তিনি আরও বলেন, তুর্কমেনিস্তান ও ইরাকসহ আরও কয়েকটি প্রতিবেশী দেশের সঙ্গে গ্যাস রপ্তানি বাড়ানোর বিষয়ে বৈঠক হবে।
ইরানের তেলমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে তেল ও তেলজাত পণ্য উৎপাদন বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আগামী চার বছরে ইরানের তেল শোধনের সক্ষমতা দেড় গুণ বাড়ানো হবে বলেও ঘোষণা করেন জাওয়াদ উজি। ইরান বর্তমানে তুরস্কসহ কয়েকটি প্রতিবেশী দেশে গ্যাস রপ্তানি করে থাকে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।