Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের কারাদন্ড

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৯ এএম

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবন ও বহনের অপরাধে পাঁচ মাদকসেবীর ১৫ দিন ও একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে এসব অপরাধীদের গ্রেফতার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই রায় দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে শহরে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রি করার সময় ছয়জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সান্তাহার পৌর এলাকার কলসা গ্রামের মো. চুন্ন, চা বাগান এলাকার শফিকুল ইসলাম, নতুন সাহাপুর এলাকার রুবেল হোসেন, নওগাঁ সদর উপজেলার শেখপুরা গ্রামের রহুল আমিন ও মো. শহিদকে ১৫ দিন এবং শহরের আদর্শপাড়ার মকসেদুল ইসলামকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, আসামিদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ