Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

সৌরঝড়ে বিচ্ছিন্ন হতে পারে ইন্টারনেট সংযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৯ এএম

ধেয়ে আসছে ভয়ঙ্কর সৌরঝড়। এর ফলে বিশ্বব্যাপী বিচ্ছিন্ন হতে পারে ইন্টারনেট সংযোগ। যুক্তরাষ্ট্রের আরভিনে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সা¤প্রতিক একটি গবেষণা এ তথ্য উঠে এসেছে। গবেষণাটি অনলাইনে প্রকাশিত হয়েছে। এর আগে ১৯২১ সালে এ ঝড় পৃথিবীতে আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ১৮৫৯ সালের পর ১৯২১ সাল এবং ১৯৮৯ সালে সৌরঝড় পৃথিবীতে আঘাত হানে। ১৯৮৯ সালের সৌরঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে কানার কুইবেক প্রদেশ। প্রায় নয় ঘণ্টা প্রদেশটি ব্ল্যাক আউট ছিল। মূল গবেষক অধ্যাপক সঙ্গীতা আবদু জ্যোতি বলেছেন, করোনা মহামারি ক্ষেত্রে যেমন আমরা আগাম কোনো সতর্ক বার্তা পাইনি সৌরঝড়ও ঠিক তেমনই। কারণ, সূর্যের বায়ুমণ্ডলে কখন ভয়ঙ্কর সৌরঝড় উঠবে তার পূর্বাভাস দেওয়া সম্ভব নয় এখনও। তবে সেই ভয়ঙ্কর সৌরঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসতে অন্তত ১৩ ঘণ্টা সময় লাগবে। গবেষণাটিতে আরও বলা হয়, এ ঝড় হলে পৃথিবীতে ইন্টার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। যদিও ১৯২১ সালের ঝড়ে পৃথিবীতে তখন ইন্টারনেট সংযোগ ছিল না। দ্য ইন্ডিপেনডেন্ট।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সৌরঝড়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ