গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সিলেট অফিস : সিলেটের সব শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. আমিনুর রহমান। ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রীদের প্রধানমন্ত্রীর কাছে পাঠনো স্মারকলিপি গ্রহণকালে তিনি উপস্থিত সবাইকে এ তথ্য জানান।
তিনি আরও জানান, দূর্গাপূজার ছুটির পর সিলেট ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হবে। পর্যায়ক্রমে সবগুলো প্রতিষ্ঠানকেই এর আওতায় আনা হবে। এ ব্যাপারে ১৩ অক্টোবর একটি পরামর্শসভার আয়োজন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। তবে এ উদ্যোগটি বদরুলের বর্বরতার পরিপ্রেক্ষিতে নেয়া হয়েছে কি-না তিনি তা পরিস্কার করেনেনি।
খাদিজাকে কোপানো বর্বর বদরুলের শাস্তির দাবি সম্বলিত স্মারকলিপি গ্রহণ করে তিনি আন্দোলনরত ছাত্রী, শিক্ষক এবং উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান, আপনাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। মামলাটি দ্রুতবিচার আদালতে নেয়া হবে কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এ ব্যাপারে আমরা যথাযত প্রক্রিয়া অনুসরণ করব। তিনি খাদিজার সহপাঠীদের সুশৃঙ্খল আচরণের ব্যাপক প্রশংসা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।