মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সহিংসতা ছড়ানোর অভিযোগে ভারত-শাসিত কাশ্মীরে জনপ্রিয় একটি ইংরেজি ভাষার দৈনিক নিষিদ্ধ করার ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র নিন্দা জানিয়েছে। ‘কাশ্মীর রিডার’ নামের ওই দৈনিক পত্রিকার উপর নিষেধাজ্ঞায় মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র সমালোচনা করে বলেছে, এ ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার ওপর অযথা আক্রমণ। গত রোববার সংবাদপত্রটি বন্ধের আদেশ দেয় কর্তৃপক্ষ। জম্মু ও কাশ্মীর রাজ্যের ৪৫ বছরের পুরনো আইন অনুযায়ী, কোনো সংবাদপত্রের প্রকাশনায় সহিংসতায় উস্কানির উপাদান থাকলে কর্তৃপক্ষ সেটিকে বন্ধ করে দিতে পারবে। পত্রিকাটি বন্ধের আদেশে বলা হয়, জনগণের শান্তি বিঘœ এবং সহিংসতার উদ্রেক ঘটাতে পারে- এমন সংবাদ প্রকাশ করার কারণে সংবাদপত্রটি বন্ধের নির্দেশ দেয়া হল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলে, ‘সংবাদপত্রের স্বাধীনতাকে সম্মান জানানো সরকারের একটি পবিত্র দায়িত্ব। ইন্ডিয়া টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।