Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রার্থী হিসেবে বেশি যোগ্য হিলারি

ডেমোক্র্যাট সমাবেশে কর ইস্যুতে ট্রাম্পের কড়া সমালোচনা মিশেলের

প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে আয়কর দেওয়া নিয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনার পাশাপাশি ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে অনেক বেশি যোগ্য বলে মন্তব্য করেছেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। এনডিটিভি জানায়, নর্থ ক্যারলাইনায় হিলারির নির্বাচনী সমাবেশে এক বক্তৃতায় মিশেল বলেন, আমাদের (প্রেসিডেন্ট হিসেবে) এমন একজনকে প্রয়োজন যিনি সৎ, আইনানুয়ায়ী কাজ করেন এবং কর দেন। কারণ, বছরের পর বছর কর না দেওয়া কোনও মানুষ (যেখানে আমরা বাকিরা ঠিকঠাক মত নিজ নিজ কর দিচ্ছি) আমাদের তুলনায় বুদ্ধিমান হতে পারেন না। আমাদের এমন একজন প্রেসিডেন্ট প্রয়োজন যিনি আমাদের দেশের জন্য সেরাটা বেছে নেবেন। এমনকি ওই সময়ও যখন তিনি দেশের জন্য সেরাটা করতে গিয়ে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবেন। নির্বাচনী প্রচারের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্ম এবং যুক্তরাষ্ট্রে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প। এ বিষয়ে মিশেল বলেন, লোকজনের প্রশ্ন ছিল বারাক কেমন প্রেসিডেন্ট হবেন, তিনি আমাদের বুঝতে পারবেন কিনা, তিনি আমাদের রক্ষা করতে পারবেন কি-না। আমি লোকজনকে মনে করিয়ে দিতে চাই, কিছু লোকের অন্যরকম প্রশ্নও ছিল। গত আট বছর ধরে তারা ক্রামগত এই ধরনের প্রশ্ন করে গেছে, অনেকটা বারাক এ দেশে জন্মগ্রহণ করেছেন কিনা। আমি একথা বলছি, কারণ এটি কষ্টদায়ক। তারা প্রবঞ্চক। তারা ইচ্ছাকৃতভাবে প্রেসিডেন্ট হিসেবে আমার স্বামীর অবমাননা করার নকশা করেছে। আমার বিশ্বাস প্রেসিডেন্ট বারাক উদাহরণ সৃষ্টি করে ওইসব প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। তিনি উন্নয়ন সংক্রান্ত ওইসব প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছেন, যেটি আমরা সবাই মিলে অর্জন করেছি। যেমন, তিনি স্বাস্থ্যসেবা বিল পাস করাতে সক্ষম হয়েছেন, লাখ লাখ নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, বেকারত্বের হার অনেক কমিয়ে এনেছেন এবং লাখ লাখ মানুষকে দারিদ্র্যসীমার উপরে তুলে এনেছেন। মিশেল দেশবাসীকে হিলারি ক্লিন্টনকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সেই তুলনায় তিনি (হিলারি) অনেক ভাল, তিনি অনেক যোগ্য। তিনি যখন অত্যন্ত দক্ষতার সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতেন তখন থেকেই আমি তাকে পছন্দ করি। যারা প্রেসিডেন্ট হিসেবে হিলারির মনোবল নিয়ে প্রশ্ন তুলেছেন আমি তাদের বলছি, গত সপ্তাহের বিতর্কেই তিনি কঠিন সময়ের সঙ্গে তার মানিয়ে নেওয়ার দক্ষতা প্রমাণ করে দিয়েছেন। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই একমাত্র প্রার্থী যিনি ১১২টি কাউন্টিতে স্বশরীরে নির্বাচনী প্রচার চালিয়েছেন। এছাড়া ভুলে যাবেন না, হিলারি এই পৃথিবীর অল্প কিছু মানুষদের একজন এবং পরিষ্কার করে বলতে গেলে এবারের প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ের একমাত্র প্রার্থী যিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কী কী দায়িত্ব পালন করতে হয় তা সম্পর্কে অবগত। রয়টার্স, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রার্থী হিসেবে বেশি যোগ্য হিলারি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ