পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার্স অফিস, রংপুরের ‘বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভা’ বুধবার (৮ সেপ্টেম্বর) রংপুরের আরডিআরএস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মুরশেদুল কবীর। সভায় সভাপতিত্ব করেন জেনারেল ম্যানেজার্স অফিস, রংপুরের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. রশিদুল ইসলাম।
আতাউর রহমান প্রধান তাঁর বক্তব্যে বলেন, চলমান কোভিড-১৯ মহামারির মাঝেও রংপুর অঞ্চলের ২০২০ সালের সার্বিক ব্যবসায়িক অর্জন সম্ভব হয়েছে শুধুমাত্র সকলের আন্তরিক প্রচেষ্টার কারণে। তিনি ২০২১ সালের র্ধাযকৃত ব্যবসায়িক বিভিন্ন সূচকের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের বিষয়েও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। ‘দৃপ্ত শপথ মুজিব বর্ষে, আমরা থাকবো সবার শীর্ষে’ এই শীর্ষ স্থান ধরে রাখার প্রত্যয়ে তিনি ব্যাংকের সকল কর্মকমর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।