নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গতকালই স্কোয়াড ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দিয়েছেও তাই। অক্টোবর-নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। দলে নেই খুব বেশি চমক। ১৫ সদস্যের দলে জায়গা হয়নি শোয়েব মালিকের। তবে দলে আছেন আরেক অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ।
মালিককে অবশ্য দলে চেয়েছিলেন অধিনায়ক বাবর আজম, কিন্তু আগামী ফেব্রুয়ারিতে ৪০ বছরে পা রাখতে যাওয়া মালিককে দলে রাখেনি ক্রিকেট বোর্ড। দলে নেই অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজও। একই দল ঘরের মাঠে এ মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি ও পরে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে।
চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়েছে ২৩ বছর বয়সী আজম খানের। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে থাকবেন ফখর জামান। আসিফ আলি ও খুশদিল শাহ ফিরেছেন দলে। ২৪ অক্টোবর চিরপ্রতিদ্ব›দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাবর আজমের দল। এসবই হয়েছে নিয়ম মেনে। তবে তখনও বাকি ছিল আসল চমকের। এই দল ঘোষনার কিছুক্ষণ পরেই জানা গেল পদত্যাগ করেছেন দলের হেড কোচ মিসবাহ উল হক ও পেস বোলিং কোচ ওয়াকার ইউনিস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।
বিশ্বকাপের বাকি আর মাত্র দেড় মাসের মতো, এর মধ্যে দেশটির দুই কোচের পদত্যাগের বিষয়টি বেশ বিস্ময়কর। বোর্ডের সঙ্গে এখনো এক বছরের চুক্তির মেয়াদ বাকি আছে মিসবাহ ও ওয়াকারের।
২০১৯ সালে একসঙ্গেই পাকিস্তান দলের দায়িত্ব নেন মিসবাহ ও ওয়াকার। তাদের দুজনের পদত্যাগে বিশ্বকাপের আগ মুহ‚র্তে বেশ বিপাকে পড়েছে পিসিবি। যদিও আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য মিসবাহ-ওয়াকারের জায়গায় অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার সাকলায়েন মুশতাক ও আব্দুল রাজ্জাককে।
মিসবাহ অবশ্য নিজেও মনে করছেন এটা সরে দাঁড়ানোর সঠিক সময় ছিল না। তবে সামনের চ্যালেঞ্জগুলোর নেওয়ার জন্যও তিনি এখন প্রস্তুত নন বলে মনে করছেন, ‘আমি জানি এটা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর উপযুক্ত সময় নয়। কিন্তু সামনের দিনের চ্যালেঞ্জগুলোর নেওয়ার জন্য আমি এখন প্রস্তুত নই। এই সময়ে তাই নতুন কেউ এসে দায়িত্ব নিলেই ভালো হয়’
দায়িত্ব ছাড়লেও সময়টা উপভোগ করার কথাও জানিয়েছেন মিসবাহ, ‘শেষ দুই বছর দায়িত্বের থাকা সময়টা আমি উপভোগ করেছি। আমার দল ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই। সামনের দিনগুলোর জন্য দলের প্রতি শুভকামনা। যখনই তারা পাকিস্তান দলের হয়ে মাঠে নামবে তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে।’
সরে দাঁড়ানোর ব্যাখ্যায় মিসবাহ আরও বলেছেন, ‘বায়োবাবলে থাকতে হওয়ায় আমাকে পরিবার থেকে অনেকদিন দূরে থাকতে হবে। এজন্য কোচিংযের ভূমিকা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ ওয়াকার বলেন, ‘মিসবাহ আমার সঙ্গে তার সিদ্ধান্ত এবং ভবিষ্যতের পরিকল্পনা শেয়ার করার পর, আমার পক্ষে পদত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে। কেননা আমরা একসঙ্গে কাজ করেছি, জুটি হিসেবে কাজ করেছি এবং এখন একসঙ্গে পদত্যাগ করছি।’ পাকিস্তান দলে কোন্দল নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক আলোচিত ছিলেন দেশটির এই সাবেক দুই ক্রিকেটার।
বিশ্বকাপে পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, আজম খান, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।
অতিরিক্ত খেলোয়াড় : ফখর জামান, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।