Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

৫৫টি বিরল প্রজাতির টিয়াসহ আটক ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

ভারতের শিলিগুড়ি থেকে বিরল প্রজাতির ৫৫টি টিয়া পাখিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মানুষের মতো কথা বলা এই টিয়া পাখিগুলো পশ্চিমবঙ্গের সাফারি পার্কে পাচারের উদ্দেশ্যেই আনা হয়েছিলো। মানুষের কথা অনুকরণ করতে পারে এমন প্রজাতির টিয়া পাখি এগুলো। সারুগারাহ বনভ‚মি থেকে সংগ্রহ করে এ ধরনের ৫৫টি টিয়া তিনটি খাঁচায় বন্দি করে। মোটরসাইকেলে চড়ে পাচারের উদ্দেশ্যে মালবাজার থেকে পূর্ব বিহারের দিকে যাচ্ছিলো তারা। এ সময় তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, ’খাঁচায় বিরল প্রজাতির ৫৫টি টিয়া ছিল। এর মধ্যে কথা বলা এবং লাল বুকওয়ালা টিয়াও ছিল। আমরা ২ জনকে গ্রেফতার করেছি।’ তারা জানায়, পাখিগুলোকে পশ্চিমবঙ্গের সাফারি পার্কে পাচারের কথা ছিল। ১৯৭২ সালের বন্যপ্রাণি সংরক্ষণ আইনের অধীনে তাদের বিচার করা হবে বলে জানায় বনবিভাগ কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার ভোর রাতে মাইথনের কাছাকাছি ডুবুরডিহি চেকপোস্ট থেকে প্রায় ১ হাজার বিভিন্ন প্রজাতির টিয়া উদ্ধার করে দুর্গাপুরের বনদপ্তর। এই পাখি পাচার চক্রের খবর ছিল আগেই তাদের কাছে। সিআইডির টিম, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বোর্ডের টিম এবং দুর্গাপুরের বনদপ্তরের যৌথ টিম যৌথভাবে এই অভিযান চালায়। বিহার থেকে কলকাতাগামী আসানসোলের সিং ট্রাভেলসের একটি বাসকে ধাওয়া করা হয়। সেখান থেকেই খাঁচাবন্দি প্রায় হাজার টিয়া উদ্ধার হয়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৫৫টি টিয়াসহ আটক ২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ