বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বরগুনার বেড়িবাঁধের বাইরে এবং নিম্নাঞ্চল গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে হাজার পরিবার। ভেসে গেছে বসতবাড়ি ও পুকুরের মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে পাকা আউশ ধান ও বীজতলা।
সোমবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা জানায়, অস্বাভাবিক জোয়ারের পানিতে সদর উপজেলার পশু হাসপাতাল সড়ক,কাঠপট্টি,গৌরিচন্না ইউনিয়নে মহাসড়ক এলাকা, খেজুরতলা আবাসন, ফুলতলা আবাসন, কুমড়াখালী গুচ্ছ গ্রাম, বড়ইতলা ফেরিঘাট পল্টন, বদরখালী এলাকা, ঢলুয়া আশ্রায়ন প্রকল্প, গুলিশাখালী, মাঝেরচর, ফুলঝুড়ি বাজার কিছু অংশ, পাথরঘাটা, আমতলী,বামনা,বেতাগী,নলটোনা,বালিয়াতলী ইউনিয়নের নিম্নাঞ্চল নদীর পার্শ্ববর্তী গ্রাম প্লাবিত হয়েছে।
বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান রাজা জানান,জোয়ারের পানিতে মাঝেরচর নামক স্থানে বেশকিছু গ্রাম প্লাবিত হয়েছে এছাড়াও পাতাকাটা, ফুলঝুরি, গুলশাখালী অনেকের বসতবাড়ি এবং পুকুরের মাছ ভেসে গেছে। অনেক দোকানে পানি ঢুকে মালামাল নষ্ট হয় এবং জোয়ারের পানিতে ভেসে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের বরগুনা কার্যালয়(পাউবো) নির্বাহী প্রকৌশলী কায়ছার আলম জানান, জোয়ারের পানি বিপদ সীমার ২.৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বেড়িবাঁধের বাহিরে থাকা কিছু বসতঘরে পানি প্রবেশ করেছে। ড্রেন দিয়েও পানি প্রবেশ করে কিছু বসতঘরের সামনে পানি জমেছে। তবে জোয়ার শেষে পানি নেমে যাবে। এতে কোনো ক্ষয়-ক্ষতি হবে না বলেও জানান তিনি। যেভাবে পানি বাড়ছে তাতে এখনো বোঝা যাচ্ছে না ঠিক কত দিন বাড়বে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।