বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জে রায়গঞ্জের চান্দাইকোনা হাটে মৃত গরু জবাই করে বিক্রির প্রস্তুতিকালে জবাইকৃত মৃত গরুটি জনতার হাতে আটক হয় ।
জানাযায়, গতকাল ভোর ৬ টার দিকে বগুড়া থেকে ঢাকাগামী একটি গরু বোঝাই ট্রাকে একটি গরু মারা যায়। স্থানীয় দেবরাজপুর গ্রামের জমসের কসাই এর ছেলে শামীম কসাই ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের মৃত গরুটি মাত্র ২০ হাজার টাকায় কিনে নিজ বাড়ীতে নিয়ে জবাই করে।
উক্ত ঘটনাটির প্রত্যক্ষদর্সী চান্দাইকোনা গ্রামের মৃত আয়েস উদ্দিন এর ছেলে আসলাম শেখ টের পেয়ে চান্দাইকোনা বাজার কমিটিকে বিষয়টি অবগত করে। পরে হাট এজাদদ্বার জবাইকৃত মৃত গরুটি উদ্বার করে মাটিতে পুঁতে রাখে।
এ ব্যাপারে চান্দাইকোনা হাট কমিটির সাধারণ সম্পাদক সুমির কুমারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত রয়েছি। এ কাজের সাথে জড়িত কসাই শামীমের হাট কমিটির পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ব্যাপারে চান্দাইকোনা বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল হালিম খান দুলাল বলেন, কসাই শামীম ইতিপূর্বেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তাকে ছাড় দেয়ার কোন সুযোগ নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।