গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রামপালবিরোধী আন্দোলনকারীরা বিজ্ঞান-নির্ভর নয়, জ্যোতিষ-নির্ভর কথা বলছেন। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ হচ্ছে বিজ্ঞান সম্মতভাবে।
গতকাল (বুধবার) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
হাছান মাহমুদ বলেন, আন্দোলনকারীরা বিজ্ঞানের ব্যাখ্যা এড়িয়ে যান। সুন্দরবন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের হাত ধরেই। সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এসএম ওয়াহিদুজ্জামান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দি, প্রফেসর সাজিুদল ইসলাম প্রমুখ এতে বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।