Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে বিআরটিএ তে র‌্যাবের হানা, ১১ দালালকে জরিমানা

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ৬:১০ পিএম

ময়মনসিংহে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সার্কেল কার্যালয়ে দালাল বিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব-১৪। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন র‌্যাব-১৪'র কোম্পানি কমান্ডার মেজর আখের মুহাম্মদ জয়।

এ সময় আটক করা হয় দালাল চক্রের ১৫ সদস্যকে। আটককৃতরা হলেন- জাহাঙ্গীর, ভুট্টো মিয়া, সোহেল, কমল, রিজুয়ান, জুয়েল, ইয়াসিন, আখতারুজ্জামান রনি, শহীদুল ইসলামমো: ফয়েজ, মোফাজ্জল হোসেন, বানু সেন, স্বপন মিয়া ও মো: শাহজাদা। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১১জনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। বাকিদের মুছলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মণ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট জানায়, দীর্ঘ দিন ধরে এই দালাল চক্র বিআরটিএ কার্যালয়ে সেবা গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে প্রতারণা করে আসছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ